ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৭, মে ১৪, ২০১৯
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশের দাবি শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশের দাবি নিয়োগপ্রত্যাশীদের। ছবি: বাংলানিউজ

ঢাকা: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) 'অফিস সহায়ক' পদে নিয়োগের মৌখিক পরীক্ষার ফল দ্রুত প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিয়োগপ্রত্যাশীরা।

মঙ্গলবার (১৪ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ‘রেজাল্ট  প্রত্যাশী ঐক্যফ্রন্ট’ এর উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে জানানো হয়, ২০১৩ সালে ৯৫৮ টি পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু এখনও এ প্রক্রিয়ায় সম্পন্ন হয়নি। এরই মাঝে অনেকের বেকার জীবন যাপন করছে।  

তাই দ্রুত ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন নিয়োগ প্রত্যাশীরা।  

সংবাদ সম্মেলনে রেজাল্ট প্রত্যাশী ঐক্যফ্রন্টের সভাপতি আব্দুল গাফার, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সহ-সভাপতি মো. রওশন, মো. পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মে ১৪, ২০১৯
এমএমআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।