ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিলেটে ৩২ অবৈধ ট্রাভেল এজেন্সিকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৭, মে ১৪, ২০১৯
সিলেটে ৩২ অবৈধ ট্রাভেল এজেন্সিকে জরিমানা

সিলেট: তিউনিসিয়ায় নৌকাডুবিতে ৬০ অভিবাসীদের মধ্যে সিলেটের ২০ জন নিহতের ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। এ ঘটনার পর মানবপাচারে জড়িত অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে সিলেটের জেলা প্রশাসন।

এরই ধারাবাহিকতায় পাঁচটি টিম শহরের বিভিন্ন স্থানে অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অভিযান চালায়।

সোমবার ও মঙ্গলবার (১৩ ও ১৪ মে) দু’দিনের অভিযানে ৩২ প্রতিষ্ঠানকে প্রায় ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

  

মঙ্গলবার (১৪ মে) শহরের মহাজনপট্টি এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম। অভিযানে আটটি ট্রাভেল এজেন্সিকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা ও একজনকে আটক করা হয়।

এর আগে সোমবার (১৩ মে) দিনভর অভিযানে বৈধ কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অনিয়মের অপরাধে ২৪টি ট্রাভেল এজেন্সিকে পৌনে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় আটজনকে।

অভিযানে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সি বাংলাদেশ (আটাব) সিলেটের সভাপতি আব্দুল জব্বার জলিল বাংলানিউজকে বলেন, দু’দিনের অভিযানে অনেক অবৈধ ট্রাভেল এজেন্সি মালিকরা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়েছেন। তবে এ অভিযান অব্যাহত রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মে ১৪, ২০১৯
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।