ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভেদরগঞ্জে আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৬, মে ১৪, ২০১৯
ভেদরগঞ্জে আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

শরীয়তপুর: নোংরা পানি, কাপড়ের রঙ ব্যবহারসহ বিভিন্ন অপরাধে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ভাই ভাই আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন অধিদফতর শরীয়তপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী।

অভিযানে সহযোগিতা করেন ক্যাব (কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) শরীয়তপুরের সভাপতি বিল্লাল হোসেন খান, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবুল হোসেন, ভেদরগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এইচ এম আক্তার ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা।

বাংলানিউজকে সহকারী পরিচালক সুজন কাজী জানান, পাইপের মাধ্যমে সরাসরি নদীর পানি, ক্ষতিকর ঘনচিনি, কাপড়ের রঙ, অননুমোদিত ফ্লেভার ও মেয়াদোত্তীর্ণ পাউডার ব্যবহার করে আইসক্রিম তৈরি করে বাজারজাত করছিল ভেদরগঞ্জ উপজেলার ভাই ভাই আইসক্রিম ফ্যাক্টরিটি। এসব অপরাধে ওই ফ্যাক্টরির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

এছাড়া ফ্যাক্টরিতে আইসক্রিম তৈরির ভেজাল সব উপকরণ জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ১৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।