ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‘আমলাতান্ত্রিক জটিলতা-দুর্নীতির কারণেই সমবায় এগোয় না’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৩, মে ১৪, ২০১৯
‘আমলাতান্ত্রিক জটিলতা-দুর্নীতির কারণেই সমবায় এগোয় না’ বক্তব্য দিচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, ছবি: বাংলানিউজ

ঢাকা: আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি, মাথাভারি প্রশাসন থাকা এবং গতিশীল নেতৃত্বের অভাবেই সমবায় বা মিল্কভিটা এগোতে গতি পাচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

তিনি বলেছেন, সমবায় যারা করে, তারাই মূল শক্তি, বঙ্গবন্ধুর আদর্শের মানুষ। বঙ্গবন্ধু চেয়েছিলেন সম্পদের সুষম বণ্টনের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া।

যাতে করে শোষক শ্রেণির সৃষ্টি না হয়। এজন্য তিনি সর্বক্ষেত্রে সিলিং ব্যবস্থা প্রবর্তন করেছিলেন।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) বিশেষ সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শেষে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ অপশাসনের পর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর বিগত ১০ বছরে অনেক পরিবর্তন হয়েছে। মাথাপিছু আয়, নিজস্ব সক্ষমতা, বিদ্যুৎ, যোগাযোগ ও আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের মর্যাদার সর্বক্ষেত্রে অগ্রগতি হয়েছে। কিন্তু দুঃখজনক হচ্ছে সমবায়ের কোনো পরিবর্তন হচ্ছে না এবং তারই অন্তর্গত মিল্কভিটার কোনো পরিবর্তন নেই।

স্বপন ভট্টাচার্য বলেন, দীর্ঘদিন ধরে মিল্কভিটা সম্পর্কে নেতিবাচক ধারণা পেয়েছি। এই নেতিবাচক ধারণা থেকে প্রতিষ্ঠানটিকে ইতিবাচক জায়গায় নিয়ে আসা সম্ভব। যেসব বাধা-জটিলতার কারণে মিল্কভিটা এগোতে পারছে না, সেসব সমস্যা অপসারিত করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আহসান হাবীবসহ মিল্কভিটার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মে ১৪, ২০১৯
টিএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।