ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে ডব্লিউএফপি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩০, মে ১৪, ২০১৯
রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে ডব্লিউএফপি

ঢাকা: রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি। এছাড়া এ সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে ডব্লিউএফপির নির্বাহী পরিচালক ডেভিড এম বেসলে এ তথ্য জানান।

মঙ্গলবার (১৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়,  ডেভিড এম বেসলে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত শিশু ও নারীসহ ১০ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দেওয়া ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের সঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচি কাজ করার সুযোগকে স্বাগত জানান।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় উষ্ণ অভিনন্দন জানিয়ে নির্বাহী পরিচালক বলেন, জাতিসংঘে ড. মোমেনের বর্ণাঢ্য কর্মজীবন নিঃসন্দেহে এই জটিল ইস্যু সমাধানে অবদান রাখবে। রোহিঙ্গা সমস্যাকে বাংলাদেশ সরকারের চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে ডেভিড এম বেসলে এ বিষয়ে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ১৪, ২০১৯
টিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।