মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মুকুল একই গ্রামের মৃত গণেশ চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয়রা জানান, শ্রমিক নিয়ে ঝড়ে ভেঙে পড়া ঘর মেরামত করছিলেন মুকুল। এসময় ঘরের টিন ধরে সরাতে গেলে অসাবধানতায় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিক কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু সাজ্জাদ হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময় ১৬১৬ ঘণ্টা, মে ১৪, ২০১৯
এসআরএস