গত রোববার (১২ মে) রাতে এ ঘটনা ঘটে নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রামে।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে স্বামীর দ্বারা নির্যাতনের কথা বর্ণনা করছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্রী গৃহবধূ রিতা খাতুন (১৮)।
নড়াইল সদর হাসপাতালে ভর্তি রিতা জানান, যেন চিৎকার করতে না পারি সেজন্য আমার মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে দিয়ে ঘরের দরজা বন্ধ করে বাঁশের চটা (লাঠি), ঝাটা ও শক্ত হিল দিয়ে ঘণ্টার পর ঘণ্টা আমার স্বামী আমাকে মেরেছে। যখন সে আমাকে পিটাচ্ছিল তখন আমার শ্বশুর শাশুড়ি আমার দুই হাত কিছু সময় ধরে রেখেছিল।
মারতে মারতে আমার স্বামী বাড়ির সবাইকে বলছিল ওকে (আমাকে) শান্তি মত না মারতে পারলে আমার (স্বামীর) শরীরের যন্ত্রণা কমবে না। তখন আমার শাশুড়ি বলে বাবা তুই যত পারিস মার।
আবার সে আমাকে মারতে থাকে। একপর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে যখন জ্ঞান ফেরে তখন বুঝতে পারি ঘরের মেঝেতে পড়ে আছি। জ্ঞান ফিরেছে বুঝতে পেরে আমার স্বামী আবারও আমাকে অমানুষিকভাবে মারতে শুরু করে। দ্বিতীয়বার যখন মারতে থাকে তখনও ঘরের দরজা বন্ধ ছিল। আর ঘরের বাইরে আমার শাশুড়ি বসে ছিল। সেসময় আমার শ্বশুর বাড়িতে অনেক মানুষ ছিল কিন্তু কেউই আমাকে বাঁচাতে এগিয়ে আসেনি। মারতে মারতে আমার স্বামী যখন ক্লান্ত হয়ে পড়ে তখন সে ঘরের বাইরে চলে যায়। সেসময় আমি কৌশলে পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেই। সেখান থেকে ওই বাড়ির লোকজন আমাকে সদর হাসপাতালে ভর্তি করে।
এর আগে রোববার রাতে নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রামে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হন এই কলেজ পড়ুয়া গৃহবধূ।
তার স্বামী নাম অলিদ মোল্যা। তিনি নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রামের ফরিদ মোল্যার ছেলে। অলিদ নড়াইল শহরের রূপগঞ্জ বাজারের ব্যবসায়ী।
জানা গেছে, প্রায় তিন মাস আগে নড়াইল সদর উপজেলার বাকশাডাঙ্গা গ্রামের নজরুল চৌধুরীর মেয়ে রিতা খাতুন পরিবারের অজান্তে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রামের ফরিদ মোল্যার ছেলে অলিদ মোল্যার সঙ্গে। গোপনে পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলায় স্বামীসহ তার পরিবারের লোকজন এভাবে পিটিয়ে গুরুতর আহত করে বাড়িতে আটকে রাখে রিতা খাতুনকে। কৌশলে রিতা পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মে ১৪, ২০১৯
আরএ