মঙ্গলবার (১৪ মে) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ সদর উপজেলার বাইপাস সড়কের ফতেপুর ছিটকিতলা এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বাংলানিউজকে বলেন, পলাশ নওগাঁ জেলা মোটর শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বাইপাস সড়কের বটতলী এলাকায় পরিবহনের চাঁদা তুলছিলেন। এসময় একটি পণ্যবাহী ট্রাক পলাশকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয় বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মে ১৪, ২০১৯
জিপি