মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এর আগে সকালের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত (ওসি-অপারেশন) এমরানুল হক বাংলানিউজকে জানান, মুসলিম স্ত্রী-সন্তান নিয়ে আলোকদী দেওয়ানপাড়া এলাকায় নিজ বাড়িতে থাকতেন। তার পরিবারের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ গিয়ে বিছানায় পড়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও গলায় দাগ দেখা গেছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও পরিষ্কার নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মে ১৪, ২০১৯
এজেডএস/আরবি/