মঙ্গলবার (১৪ মে) দুপুরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস বাংলানিউজকে জানান, সকালে মিরেরগাঁও এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির কোমড়ের নিচ থেকে আলাদা হয়ে গেছে। তার পরনে সোনালি রঙের চেক লুঙ্গি ও কালো-খয়েরী রঙের হাফ হাতা শার্ট ছিল। নিহতের নাম-পরিচয় জানা যায়নি বলেও জানান এসআই সুব্রত।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মে ১৪, ২০১৯
আরএস/আরআইএস/