ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জীবিত শামুক পুড়িয়ে চুন তৈরি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫১, মে ১৪, ২০১৯
জীবিত শামুক পুড়িয়ে চুন তৈরি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে জীবিত শামুক পুড়িয়ে চুন উৎপাদন করায় মিজানুর রহমান গাজী নামে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার মূলঘর ইউনিয়নের সোনাখালি গ্রামের সবুজের বাড়িতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি রহিমা সুলতানা বুশরা এ জরিমানার আদেশ দেন।

তিনি বলেন, জীবিত শামুক পুড়িয়ে চুন তৈরি করছিল এমন একটি ভিডিও দেখে আমরা সরেজমিনে ঘটনার সত্যতা পাই।

বাড়ির মালিক সবুজ পালিয়ে গেলেও, ভোক্তা অধিকার আইনে অবৈধ পণ্য উৎপাদনের দায়ে তার কর্মচারী মিজানুর রহমান গাজীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাস্থল থেকে বেশকিছু শামুক জব্দ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মে ১৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।