ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দেবহাটায় অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, মে ১৪, ২০১৯
দেবহাটায় অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ১

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বাসের ধাক্কায় মৃত্যুঞ্জয় কুমার (৩৫) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। 

মঙ্গলবার (১৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার পারুলিয়া গার্লস স্কুলের কাছে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মৃত্যুঞ্জয় কুমার সাতক্ষীরা সদর উপজেলার গাভা এলাকার নরেন্দ্র বাছাড়ের ছেলে।

আহতদের মধ্যে একই গ্রামের বঙ্কিমচন্দ্রের ছেলে তাপস কুমারকে আশঙ্কাজনক অবস্থায় খুলনায় পাঠানো হয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত্যুঞ্জয় কুমারসহ অন্যরা অটোরিকশায় করে শ্যামনগরে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে পারুলিয়ায় পৌঁছালে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো- ব ১৪৫০২২) অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় তিনজন। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুঞ্জয় কুমারের মৃত্যু হয়।  

দেবহাটা থানার সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী বাংলানিউজকে জানান, এ ঘটনায় বাস, অটোরিকশা এবং বাসের হেলপারকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, মে ১৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।