ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, মে ১৪, ২০১৯
বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১ হাসপাতালে দগ্ধ শাহিন। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মতিঝিলে জীবন বিমা করপোরেশনের গেটের সামনে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শাহিন (৪০) নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৪ মে) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে জানান, সকালে জীবন বিমা করপোরেশনের গেটের সামনে সিলিন্ডার থেকে বেলুন ফোলাতে এক ব্যক্তিকে সাহায্য করছিলেন শাহিন।

এ সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হলে তিনি দগ্ধ হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে জানতে পেরেছি এ ঘটনায় মোট চার দগ্ধ হয়েছে। এদের মধ্যে দুইজন পথচারী ও দুইজন বেলুন ফোলানো কাজ করছিলেন। শাহিন ছাড়া বাকি তিনজন সামান্য দগ্ধ হয়েছে।

জীবন বিমার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা বেলুন ফোলানোর কাজ করছিল বলে আমরা জানতে পেরেছি বলেও জানান ওসি ওমর ফারুক।

দগ্ধ শাহিনের স্ত্রী নার্গিস আক্তার জানান, তাদের বাড়ি শরীয়তপুর নড়িয়া উপজেলায়। শাহিনের বাবার নাম রহম আলী। তারা পোস্তগোলা রাজাবাড়ি এলাকায় থাকেন।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বাংলানিউজকে জানান, শাহিনের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মে ১৪, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।