ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

২ লাখ টাকার জালনোটসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৭, মে ১৪, ২০১৯
২ লাখ টাকার জালনোটসহ আটক ৪

ঢাকা: রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৩২ হাজার টাকার জাল নোটসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটককৃতরা হলেন- হাবিবুর রহমান ওরফে হাবিব মোল্লা (৪৮), মিন্টু ব্যাপারী (৩২), রুবেল ব্যাপারী (৩২) ও দুলাল মিয়া (৬০)।

সোমবার (১৩ মে) শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ডিবি দক্ষিণ বিভাগের গাড়ি চুরি/ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম তাদেরকে আটক করে।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, আটককৃতরা জাল টাকার নোট ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় লেনদেন করে আসছিলো। সংঘবদ্ধ এ চক্রটির দলনেতা হাবিব।

আটকদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, মে ১৪,২০১৯
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।