ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

তাপদাহের পর স্বস্তির বৃষ্টি খুলনায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১১, মে ১৪, ২০১৯
তাপদাহের পর স্বস্তির বৃষ্টি খুলনায়

খুলনা: কয়েকদিনের টানা তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেল খুলনাবাসী। এতে মানুষ ফেলছে স্বস্তির নিঃশ্বাস। এছাড়া রমজান মাস হওয়ায় রোজাদারদের মধ্যেও ফিরেছে কিছুটা প্রশান্তি।

রমজান শুরুর পর থেকে মানুষ বৃষ্টির জন্য প্রতিনিয়ত অপেক্ষায় ছিলেন। আর সেই অপেক্ষার অবসান ঘটলো সোমবার (১৩ মে) রাত সাড়ে ১১টায়।

রাত সাড়ে ১২টার পরও বৃষ্টি অব্যাহত রয়েছে।

ঘূর্ণিঝড় ফণীর আঘাতের পরবর্তী সময় থেকে তীব্র তাপদাহের পর এ বৃষ্টি হওয়ায় কমেছে তাপমাত্রা। এতে অতিষ্ঠ জনজীবনে ফিরেছে স্বস্তি।

পবিত্র মাহে রমজানের প্রথমদিন থেকেই ভ্যাপসা গরম পড়তে শুরু করে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ নগরবাসীকে স্বস্তির পরশ বুলিয়ে দিয়েছে বৃষ্টি।

জাতিসংঘ শিশু পার্ক পরিবেশ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা বাংলানিউজকে বলেন, প্রচণ্ড তাপদাহের কারণে অস্থির হয়ে পড়েছিল খুলনাবাসী। তাপদাহ যেন দিন দিন বেড়েই চলছিল। খরতাপে দগ্ধ নগর জীবনে বৈশাখের বৃষ্টিতে স্বস্তি মিলেছে।

বাংলাদেশসময়: ০১০৪ ঘণ্টা, মে ১৪, ২০১৯
এমআরএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।