ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুমিল্লায় ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫৫, মে ১৪, ২০১৯
কুমিল্লায় ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

কুমিল্লা: কুমিল্লা নগরীতে ছুরিকাঘাতে আদিল (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে নগরীর মোগলটুলীর এলাকার কর্ণফুলি পেপার মিল দোকানের সামনে এ ঘটনা ঘটে।  আদিল কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, রাতে আদিল মোটরসাইকেলে মোগলটুলি এলাকা দিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েক কিশোরের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ওই কিশোরেরা আদিলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সালাহ উদ্দিন বাংলানিউজকে জানান, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, মে ১৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।