ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বগুড়ায় গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৯, মে ১৪, ২০১৯
বগুড়ায় গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক জিন্নাত ফারজানা এলমা, ছবি: সংগৃহীত

বগুড়া: বগুড়া শহরের মালতিনগর এলাকায় ছুরিকাঘাত করে জিন্নাত ফারজানা এলমা (৪০) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্বামী ফল ব্যবসায়ী মুকুল হোসেন প্রামাণিকে আটক করেছে।

সোমবার (১৩ মে) সন্ধ্যার দিকে শহরের মালতিনগর এসপি বাংলো লেন এলাকায় এ ঘটনা ঘটে।
 
জিন্নাত ফারজানা এলমা মুকুল হোসেনের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

মুকুল হোসেনও ওই গৃহবধূর দ্বিতীয় স্বামী ছিলেন।

স্থানীয়রা জানান, শহরের মালতিনগর এসপি বাংলো লেন এলাকায় সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাকের বাসায় ভাড়া থাকতেন এ দম্পতি। প্রায় বছর চারেক আগে বিয়ে করে এলমা-মুকুল দম্পতি ওই ভাড়া বাসার নিচতলায় থাকেন।

এদিকে বিকেল ৫ টার দিকে বাসার মালিকের মেয়ে নিচতলায় এলমার ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করেন। এরপর তিনি বাসার ড্রংয়িং রুম, সোফা ও বিছানায় রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে তিনি ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

রাতে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
 
তিনি জানান, ওই গৃহবধূকে হত্যকাণ্ডের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো কারণ জানা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী মুকুল হোসেন প্রামাণিককে আটক করা হয়েছে। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।