ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শিশুকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৫, মে ১৪, ২০১৯
শিশুকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

বরিশাল: বরিশালের উজিরপুরের বড়াকোঠা ইউনিয়নের খাটিয়ালপাড়া নুরানী মাদ্রাসার সাত বছরের শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে একই মাদ্রাসার শিক্ষক জাহাঙ্গীর আলম মুসাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ মে) সকালে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে উজিরপুর মডেল থানা পুলিশ।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে নুরানী মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানি করে একই মাদ্রাসার শিক্ষক জাহাঙ্গীর আলম।

পরে বিষয়টি জানতে পেরে ওই শিক্ষার্থীর বাবা ‍উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করে। এরপরই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।

তবে অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বাংলানিউজকে জানান, শিশুটির বাবা যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করেন। এরপরই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।