সোমবার (১৩ মে) দুপুর সোয়া ১টার দিকে সিদ্ধিরগঞ্জের ব্যস্ততম শিমরাইল মোড় এলাকার বদরুদ্দিন শপিং টাওয়ারের নিচতলার আকাশ টেলিকমের মালিক সাইদ আহমেদ খান আকাশ (২০) ও দোকানের কর্মচারী জুয়েল বেপারীকে (২০) তুলে নিয়ে যাওয়া হয়।
নিখোঁজ হওয়ার ঘটনায় আকাশের মা আনোয়ারা বেগম বাদী হয়ে সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয়ে ছয় জন লোক এসে ওই শপিং টাওয়ারের একটি মোবাইলের দোকান থেকে নগদ আট লাখ ২৬ হাজার ৫২০ টাকা ও মেবাইল রিচার্জ কার্ড, সিম কার্ড, মেমোরি কার্ডসহ আকাশ ও দোকানের কর্মচারী জুয়েল তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় তারা আনুমানিক ৩০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ বাংলানিউজকে জানান, ডিবি পুলিশ পরিচয়ে দুজনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পেয়েছি। নিখোঁজ দুইজনকে ও মালামাল উদ্ধারে কাজ চলছে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ১৩, ২০১৯
আরআইএস/