সোমবার (১৩ মে) সকালে নারিশা বাজারে তার নিজ প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল উপজেলার নারিশা উত্তর চক এলাকার হাসেন বেপারির ছেলে ও নারিশা বাজার বণিক সমিতির সদস্য।
নারীশা বাজার ব্যবসায়ীরা জানান, সোমবার সকাল ৯টার দিকে শহিদুল দোকানে এসে লাইট ও ফ্যানের সুইজে সমস্যা দেখেন। নিজেই তা ঠিক করতে গেলে অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে পাশের দোকানিরা তাকে ডাকলে কোনো সাড়া-শব্দ পান না। সেসময় তারা অনুমান করেন তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোহার থানার শাইনপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক মাহবুবুল হক রনি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মে ১৩, ২০১৯
আরএ