ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে জমেনি ঈদ মার্কেট, নেই ক্রেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৩, মে ১৪, ২০১৯
নারায়ণগঞ্জে জমেনি ঈদ মার্কেট, নেই ক্রেতা

নারায়ণগঞ্জ: প্রতি বছর রমজানের শুরু থেকেই নারায়ণগঞ্জের মার্কেটগুলোতে জমজমাট বেচাকেনা শুরু হয়। তবে এবার সাত রমজান পেরিয়ে গেলেও মার্কেটগুলোতে দেখা মিলছেনা কাঙ্ক্ষিত ক্রেতাদের।

সোমবার (১৩ মে) নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন মার্কেটে ঘুরে এমন চিত্রই দেখা গেছে। শুধু মার্কেটেই নয়, তেমন ক্রেতা নেই ফুটপাতগুলোতেও।

শহরের চাষাঢ়ার সান্ত্বনা মার্কেট, মার্ক টাওয়ার, হক প্লাজা, সমবায় মার্কেট, লুৎফা টাওয়ার ও ডিআইটির মার্কেটসহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, প্রত্যেকটি মার্কেটেই ঈদের নতুন সব কালেকশন সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। তবে দেখা নেই ক্রেতার।

একই অবস্থা শহরের হকার্স মার্কেট ও বঙ্গবন্ধু সড়কের হকারদেরও। প্রতি বছর ফুটপাতে হকারদের জমজমাট ব্যবসা থাকলেও এবার সেই অবস্থা নেই।

শহরের জিরো পয়েন্টের বিক্রেতা ইউসুফ জানান, এবার এখনও বেচাবিক্রি জমেনি। গরমের কারণেই হয়তো কিছুটা কম ক্রেতা। তবে ১০ রোজার পর থেকেই ক্রেতা সমাগম আগের মত হবে বলে আশা করছি।

চাষাঢ়ার অস্থায়ী হকার ওয়ালিউল্যাহ জানান, এবার তো মার্কেটে ক্রেতার দেখাই পাচ্ছিনা। বেচাবিক্রি খুবই খারাপ। গরমের কারণে ক্রেতা কম বলে মনে হচ্ছে। তবে এমন হলে পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাবে।

বিক্রেতা রিপন জানান, এবার বাজার খারাপ। আমরা অনেক নতুন নতুন আইটেম বেশি পরিমানে এনে আটকে গেছি। এমন চললে মনে হয় লাভের পরিবর্তে লোকসানই হবে।

তবে একটু ব্যতিক্রম দেখা গেছে নগরের কালির বাজারের ফ্রেন্ডস মার্কেটে। নারীদের পোশাক বিক্রি করা এ মার্কেটে ব্যাপক ক্রেতা সমাগম।

ফ্রেন্ডস মার্কেটের বিক্রেতা আব্দুল্লাহ জানান, আমাদের এখানে অনেক ক্রেতাই আসছেন। তাই বেচাবিক্রিও ভালোই জমেছে। এখানে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের সমাগম থাকে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।