সোমবার (১৩ মে) দুপুরে সদর উপজেলার উত্তর টুমচর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সাবরিনা আক্তার পৌর শহরের শাখাড়ি পাড়া এলাকার হোসেন আহম্মদের মেয়ে।
নিহত সাবরিনার বড় বোন রুনা আক্তার জানান, দুপুরে সাবরিনার শ্বশুর বাড়ি থেকে জানানো হয় সাবরিনা মারা গেছে। তাৎক্ষণিকভাবে তার শ্বশুর বাড়িতে গিয়ে মরদেহ ঘরে শুইয়ে রাখা হয়েছে দেখি। এসময় তার স্বামী ও শ্বশুর বাড়িতে ছিলেন না। বিয়ের পর থেকে প্রায় প্রতিদিন রনি সাবরিনাকে মারধর করতো। বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি দিতো রনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এসআর/ওএইচ/