ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নানিয়ারচরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৮, মে ১৪, ২০১৯
নানিয়ারচরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১ দুর্ঘটনা কবলিত বাস। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে  চিকন চাঁন চাকমা (৬০) নামে একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। 

সোমবার (১৩ মে) উপজেলার সতেরো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি থেকে যাত্রীবাহী একটি বাস (চট্ট মেট্রো জ-০৫-০২৫৩) খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে যায়।

পথে নানিয়ারচর উপজেলার সতেরো মাইল নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ১২জন আহত হয়।  

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে  পাঠালে পথে চিকন চান মারা যায়। এদের মধ্যে আরো একজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে যার যার বাড়িতে ফিরে গেছেন বলে রাঙামাটি সদর হাসপাতাল সূত্রে জানা গেছে।  

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক এবং হেলপার পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মে ১৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।