ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সরকারি রাস্তায় কাঁটাতারের বেড়া, প্রতিবাদে মানববন্ধন

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৩, মে ১৩, ২০১৯
সরকারি রাস্তায় কাঁটাতারের বেড়া, প্রতিবাদে মানববন্ধন মানববন্ধন, ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুর নগরের তাজহাট বিহারীপাড়া এলাকার শত শত মানুষের চলাচলের সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।

সোমবার (১৩ মে) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে সামনে এ বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে অবিলম্বে প্রভাবশালীর হাত থেকে রাস্তা খুলে দেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা।

এসময় স্থানীয় আতোয়ার মিয়া বাবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক অধিকার আন্দোলনের আহ্বায়ক পলাশ কান্তি নাগ, নিপীড়নবিরোধী নারীমঞ্চের সদস্য সচিব সানজিদা আক্তার, এলাকাবাসী গোলবানু বেগম, ফারুক মিয়া, হালিমা খাতুন, গোলাম মোস্তফা প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, বিহারীপাড়া এলাকার শত শত মানুষ শ্যামাসুন্দরী খাল ঘেঁষে কাঁচা রাস্তা দিয়ে তাজহাট ব্রিজ সংলগ্ন প্রধান সড়কে চলাচল করতো। এ রাস্তাটি ব্যবহার  করে খুব সহজেই গ্রামবাসী মাহিগঞ্জ বাজার, রেল স্টেশনসহ নানা প্রয়োজনে নগরের বিভিন্নস্থানে যাতায়াত করতো। স্বাধীনতা পর থেকে গ্রামবাসী এ রাস্তাটি ব্যবহার করে আসছে। সম্প্রতি তাজহাট ব্রিজ সংলগ্ন বাসিন্দা আবদার আলীর ছেলে বাবলু রাস্তায় ওঠার মুখে কাঁটাতারের বেড়া দিয়ে গ্রামবাসীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ফলে গ্রামের শত শত মানুষ দুর্ভোগে পড়েছে। রাস্তাটি বন্ধ হওয়ায় ২/৩ কিলোমিটার ঘুরে মাহিগঞ্জ বাজারে যেতে হচ্ছে। ছোট ছোট ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারছে না। শ্যামাসুন্দরী খাল সংলগ্ন জমি দখলের নিমিত্তে বাবলু গ্রামবাসীর যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে।

এসময় এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে অবিলম্বে সরকারি রাস্তা থেকে কাঁটাতারের বেড়া অপসারণ করে আগের ন্যায় চলাচলের ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন। সমাবেশ শেষে এলাকাবাসী এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ১৩, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।