ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাস্তায় টাকাভর্তি ব্যাগ পেয়ে ফিরিয়ে দিলেন মালিককে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪১, মে ১৩, ২০১৯
রাস্তায় টাকাভর্তি ব্যাগ পেয়ে ফিরিয়ে দিলেন মালিককে

বরিশাল: রাস্তায় টাকাভর্তি ব্যাগ পেয়ে মালিককে ফিরিয়ে দিয়ে অসাধারণ সততার নজির স্থাপন করলেন বরিশালের গৌরনদী উপজেলা সদরের মোটরসাইকেল মেকানিক আল আমীন বেপারী (২৫)। 

রোববার (১২ মে) দুপুরে উপজেলা সদরের গৌরনদী বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমীন বেপারী উপজেলার চরগাধাতলী গ্রামের মৃত দলিল উদ্দিন বেপারীর ছেলে।

প্রতিদিনের মতো রোববার সকাল থেকেই গৌরনদী বন্দরে নিজের মোটর সাইকেল গ্যারেজে বসে কাজ করছিলেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে নিজের গ্যারেজ সংলগ্ন রাস্তার ওপর কালো রংয়ের একটি অফিসিয়াল ব্যাগ পড়ে থাকতে দেখে সেটি কুড়িয়ে নেন আল আমীন। এরপর ব্যাগ খুলে দেখেন ভেতরে নগদ ৭০ হাজার টাকা ও ২০ হাজার টাকার একটি চেকসহ মূল্যবান কাগজপত্র রয়েছে।  

এরপর ব্যাগের ভেতরে মালিকের কোনো মোবাইল নাম্বার আছে কিনা তাই খুঁজতে থাকেন আল আমীন। এক পর্যায়ে একটি মোবাইল নাম্বার খুঁজে পান তিনি। পরে সে নাম্বারে ফোন দিয়ে ব্যাগের প্রকৃত মালিকেকে খুঁজে বের করে পুরো টাকাসহ ব্যাগটি তার মালিককে ফিরিয়ে দেন আল আমীন।

ব্যাগটির মালিক মো. রাকিব হোসেন উপজেলার একটি খামার প্রকল্পের মাঠ কর্মকর্তা। ফিল্ড ভিজিট শেষে মোটরসাইকেল যোগে ওই রাস্তা দিয়ে অফিসে ফিরছিলেন তিনি। পথিমধ্যে ব্যাগটি রাস্তায় পড়ে যায় বলে জানা গেছে।

প্রকৃত মালিককে টাকাসহ ব্যাগ ফেরত দিতে পেরে বেশ আনন্দিত হয়ে আল আমীন বলেন, কুড়িয়ে পাওয়া টাকার ব্যাগটি আমি হাতে না নিলে হয়তো অন্য কেউ নিয়ে যেত।  

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।