রোববার (১২ মে) দুপুরে উপজেলা সদরের গৌরনদী বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমীন বেপারী উপজেলার চরগাধাতলী গ্রামের মৃত দলিল উদ্দিন বেপারীর ছেলে।
এরপর ব্যাগের ভেতরে মালিকের কোনো মোবাইল নাম্বার আছে কিনা তাই খুঁজতে থাকেন আল আমীন। এক পর্যায়ে একটি মোবাইল নাম্বার খুঁজে পান তিনি। পরে সে নাম্বারে ফোন দিয়ে ব্যাগের প্রকৃত মালিকেকে খুঁজে বের করে পুরো টাকাসহ ব্যাগটি তার মালিককে ফিরিয়ে দেন আল আমীন।
ব্যাগটির মালিক মো. রাকিব হোসেন উপজেলার একটি খামার প্রকল্পের মাঠ কর্মকর্তা। ফিল্ড ভিজিট শেষে মোটরসাইকেল যোগে ওই রাস্তা দিয়ে অফিসে ফিরছিলেন তিনি। পথিমধ্যে ব্যাগটি রাস্তায় পড়ে যায় বলে জানা গেছে।
প্রকৃত মালিককে টাকাসহ ব্যাগ ফেরত দিতে পেরে বেশ আনন্দিত হয়ে আল আমীন বলেন, কুড়িয়ে পাওয়া টাকার ব্যাগটি আমি হাতে না নিলে হয়তো অন্য কেউ নিয়ে যেত।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এমএস/এসএ