ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরিশালে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪০, মে ১৩, ২০১৯
বরিশালে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে

বরিশাল: রমজানের পবিত্রতা রক্ষায় নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভেজালবিরোধী অভিযানে বরিশালে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ মে) নগরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

এরমধ্যে নগরের ত্রিশ গোডাউন এবং রূপাতলী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ৪টি দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করেন।

যারমধ্যে একটি খাবার হোটেল, দু’টি মাংসের দোকান ও একটি ফলের দোকান রয়েছে।

অপরদিকে বিকেলে নগরের গির্জা মহল্লা এলাকার আল জামিয়া খাবার হোটেলে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।