সোমবার (১৩ মে) নগরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
এরমধ্যে নগরের ত্রিশ গোডাউন এবং রূপাতলী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ৪টি দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে বিকেলে নগরের গির্জা মহল্লা এলাকার আল জামিয়া খাবার হোটেলে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এমএস/জেডএস