সোমবার (১৩ মে) ইসলামপুর পৌরসভার ধর্মকুড়া বাজারে বসুন্ধরা সিমেন্টের স্থানীয় পরিবেশক মেসার্স আল আমিন ট্রেডার্স প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বসুন্ধরা সিমেন্টের স্থানীয় পরিবেশক মেসার্স আল আমিন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আহমাদুল কবির মিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের ময়মনসিংহ বিভাগীয় সেলস ম্যানেজার মো. আতিকুর রহমান।
ইফতারের আগে বসুন্ধরা গ্রুপের ব্যবসায়িক উন্নতি ও সমৃদ্ধি এবং মুসলিম জাহানের সুখ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন মাওলানা হাফেজ মুফতি ওমর ফারুক।
ইফতার মাহফিলে বসুন্ধরা সিমেন্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, পরিবেশক ও শতাধিক রিটেইলার উপস্থিত ছিলেন। ইফতারের পর নৈশভোজের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মে ১৩, ২০১৯
আরএ