ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কেসিসির ভেজালবিরোধী অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৬, মে ১৩, ২০১৯
কেসিসির ভেজালবিরোধী অভিযান ভেজালবিরোধী অভিযানে কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মাসুম বিল্লাহ। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) পবিত্র মাহে রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখা ও খাদ্যে ভেজাল রোধে  অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন, খাদ্য দ্রব্য সংরক্ষণের স্থান ও বাজার দর পর্যবেক্ষণ করা হয়।

সোমবার (১৩ মে) দুপুরে নগরের নিউ মার্কেট কাঁচা বাজার, ময়লাপোতা মাংস পট্টিসহ বিভিন্ন বাজারে ভেজালবিরোধী অভিযান পরিচালিত হয়।

রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখা ও খাদ্যে ভেজাল রোধে গঠিত কমিটি নিয়মিত অভিযানের অংশ হিসেবে তারা এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে কাঁচা মাংস ও কাঁচা মাছের সঙ্গে রান্না করা খাবার রাখার অপরাধে ভোক্তা অধিকার আইনে নগরের ময়লাপোতা মোড়ের আজমিরি হোটেলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মাসুম বিল্লাহ-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অফিসার ডা. মো. রেজাউল করিম, বাজার সুপার মো. সেলিমুর রহমান প্রমুখ। এছাড়া খুলনা মহানগর পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহযোগিতা করে।

রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখা ও খাদ্যে ভেজাল প্রতিরোধে কেসিসির এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা,  মে ১৩,  ২০১৯
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।