ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গোপালগঞ্জে ১২ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, মে ১৩, ২০১৯
গোপালগঞ্জে ১২ প্রতিষ্ঠানকে জরিমানা ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: ভেজালবিরোধী পৃথক অভিযানে গোপালগঞ্জ সদর উপজেলার ১২ প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।  

জানা যায়, দুপুরে সদর উপজেলার বেদগ্রামে মেসার্স হাফিজা গুড় ভাণ্ডারের ৮৪০ কেজি ভেজালগুড় জব্দ করা হয়।

এসময় ওই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন সহকারী পরিচালক শামীম হাসান।

অন্যদিকে, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, মূল্য তালিকা না রাখা, বেশি দামে পণ্য বিক্রিসহ নানা অপরাধে জেলা শহরের বড় বাজারের বিভিন্ন খাবার হোটেল, মিষ্টি ও ফলের দোকানসহ ১১টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।