ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিলেটে অবৈধ ট্রাভেল এজেন্সির ২০ জনের জেল-জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৬, মে ১৩, ২০১৯
সিলেটে অবৈধ ট্রাভেল এজেন্সির ২০ জনের জেল-জরিমানা

সিলেট: সিলেটে বিদেশে লোক পাঠানো বন্ধে অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অভিযানে নেমেছে জেলা প্রশাসন।

সোমবার (১৩ মে) জেলা প্রশাসনের পাঁচটি টিম শহরে পৃথক অভিযান চালায়। অভিযানকালে অনুমোদনহীন অবৈধ ট্রাভেল এজেন্সির ২০ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।


 
অ্যাসোসিয়েশন ট্রাভেল এজেন্ট বাংলাদেশ (আটাব) সিলেটের সভাপতি আব্দুল জব্বার জলিল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযানে কম করে হলেও ১০০ জনকে ধরা যেতো। অভিযান শুরুর খবর পেয়ে সবাই দোকান বন্ধ করে পালিয়েছেন।
 
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাছির উদ্দিন খান বাংলানিউজকে বলেন, শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠেছে ট্রাভেল এজেন্সি। এসব ট্রাভেল এজেন্সির মাধ্যমে মানুষ প্রতারিত হচ্ছে। চোরাই পথে মানুষকে পাঠিয়ে প্রাণহানি ঘটাচ্ছে। তাই অভিযান জোরদার করা হয়েছে। যতোদিন এসব অপকর্ম বন্ধ না হবে, ততোদিন অভিযান চলতে থাকবে।
 
তিনি বলেন, শহরে পাঁচটি টিম নামানো হয়েছে। এর মধ্যে উপশহর, বন্দরবাজর, আম্বরখানা, জল্লারপাড়, জিন্দাবাজার। প্রতিটি টিমে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। তাদের সহযোগিতা করছেন আটাব নেতারা।
 
৯ মে দালালদের মাধ্যমে সাগর পথে ইতালি প্রবেশ করতে গিয়ে ট্রলারডুবিতে প্রাণ হারান ৬০ জন অভিবাসী। এর মধ্যে সিলেটের সাতজন, মৌলভীবাজারের একজন এবং হবিগঞ্জের দু’জনের পরিচয় মিলেছে। দুর্ঘটনায় সাগরে নিখোঁজ হওয়া লোকজন শহরের ইয়াহিয়া ট্রাভেলসের মাধ্যমে ইতালি যাওয়ার উদ্দেশে চুক্তিবদ্ধ হন। ট্রাভেল এজেন্সির দালালের মাধ্যমে তাদের সাগর পথে ট্রলারে করে পাঠাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
 
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।