কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) রেহানুল আলমকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (১৩ মে) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) আরাফাতুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার (৮ মে) দিনগত রাতে দফায় দফায় দুই গ্রামবাসীর সংঘর্ষ হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১১৩ রাউন্ড গুলি ও ১১টি টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে পুলিশসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। পরের দিন বৃহস্পতিবার (৯ মে) এ ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আড়াই হাজার গ্রামবাসীর নামে মামলা দায়ের করে। ওই ঘটনার পরই ওসি ও এসআইকে প্রত্যাহার করা হলো।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।