ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকলে ৮ম দিনেও কর্মবিরতি অব্যাহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৯, মে ১৩, ২০১৯
খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকলে ৮ম দিনেও কর্মবিরতি অব্যাহত

খুলনা: বকেয়া পাওনাসহ নয় দফা দাবিতে খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।

সোমবার (১৩ মে) ভোর ৬টায় স্ব স্ব কর্মস্থলে না গিয়ে পাটকলের প্রায় অর্ধ লাখ শ্রমিক আন্দোলনের অষ্টম দিনে কর্মবিরতি পালন করেন। বিকেল ৪টা থেকে ৩ ঘণ্টার রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি শুরু করেছেন।

পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া মজুরি, বেতন পরিশোধ, মজুরি কমিশন কার্যকর ও প্রতি সপ্তাহের মজুরি প্রতি সপ্তাহে দেয়াসহ নয় দফা দাবিতে শ্রমিকরা অষ্টম দিনে কর্মবিরতি অব্যাহত রেখেছেন।  

রোববার (৫ মে) থেকে বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মিলের উৎপাদন বন্ধ রেখে আন্দোলনে নামে বিক্ষুদ্ধ শ্রমিকরা।

সোমবার সকাল ৭টায় খালিশপুর, প্লাটিনাম ও ক্রিসেন্ট জুট মিলের শ্রমিকরা বিআইডিসি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এসময় বিক্ষুদ্ধ শ্রমিকরা রাস্তার দু’পাশের যান চলাচল বন্ধ করে দেন।

ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, আলীম, ইস্টার্ন, কার্পেটিং ও জেজেধাই জুট মিলের শ্রমিকরা থালা হাতে নিয়ে স্ব স্ব মিল গেটে সমবেত হয়ে বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল নিয়ে নতুন রাস্তা মোড়, আটরা ও রাজঘাটের খুলনা-যশোর মহাসড়ক অবস্থান নেন।

জাতীয় মজুরি কমিশন ২০১৫ এর রোয়েদাদ, পাট ক্রয়ের অর্থ বরাদ্দ, বদলি শ্রমিক স্থায়ীকরণ, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের সব বকেয়া পরিশোধ, শ্রমিকদের প্রতি সপ্তাহে মজুরি পরিশোধসহ বকেয়া মজুরি দেয়া, খালিশপুর ও দৌলতপুর জুট মিলের শ্রমিকদের বিজেএমসির অন্যান্য মিলের মতো সব সুযোগ-সুবিধা দেয়াসহ নয় দফা বাস্তবায়নের দাবিতে গত কয়েক বছর ধরে আন্দোলন করে আসছেন পাটকল শ্রমিকরা। সর্বশেষ গত ২, ৩ ও ৪ এপ্রিল দেশের সব পাটকলে একযোগে ৭২ ঘণ্টা ধর্মঘট এবং ৪ ঘণ্টা করে রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।