ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরুড়ায় সিএনজিচালকের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫২, মে ১৩, ২০১৯
বরুড়ায় সিএনজিচালকের আত্মহত্যা প্রতীকী ছবি

কুমিল্লা: কুমিল্লার বরুড়ায় মো. আইয়ুব আলী (৪৫) নামে একব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি পেশায় সিএনজিচালক ছিলেন।

সোমবার (১৩ মে) সকালে নিজ বাড়ির গোয়াল ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আইয়ুব আলী।

তিনি উপজেলার বাতাইছড়ি এলাকার বড় আঙ্গিনা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, আইয়ুব আলীর বিয়ে দু’টি। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মে ১৩, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।