ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে নারীসহ ৭ ছিনতাইকারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫২, মে ১৩, ২০১৯
নারায়ণগঞ্জে নারীসহ ৭ ছিনতাইকারী গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় নারীসহ সাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ মে) দিনগত রাত থেকে সোমবার (১৩ মে) সকাল পর্যন্ত ডিবি ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
 
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার হারুন অর রশীদের নির্দেশে পরিচালিত অভিযানে চাষাঢ়া এলাকা থেকে নারীসহ সাত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
গ্রেফতাররা হলেন- ইসদাইর কাদিয়ানী বাড়ির দিলদার মিয়ার ছেলে রনি (২৭), পূর্ব মাসদাইর রমিজ খালিফার বাড়ির মো. সেন্টু মিয়ার ছেলে মো. রুবেল (২৪), ফতুল্লার চাষাঢ়া প্লাটফর্ম এলাকার মজিবর রহমানের ছেলে কাজল (২৫), গলাচিপা চেয়ারম্যান বাড়ি এলাকার মো. শাহ আলমের ছেলে মো. সুজন (২২), নন্দীপাড়া জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া গোলাম মোস্তফার ছেলে শরিফ হোসেন (২৬), বাবুরাইল বউ বাজার জামালের বাড়ির ভাড়াটিয়া নূরুল হকের ছেলে মো. রাজু (৩৫), নতুন জিমখানা এলাকার আবুল কালাম মোল্লার স্ত্রী রেহনা (২০)।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মে ১৩, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।