রোববার (১২ মে) দিনগত রাতে উপজেলার চনপাড়া এলাকায় র্যাব-১১ একটি দল অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে। এ সময় মনির হোসেন (৩২) নামে এক চালের আড়তদারকে আটক করা হয়েছে।
সূত্র জানায়, অভিযুক্ত মনির তার শাশুড়ি ইউপি সদস্য বিউটি সহযোগিতায় টিসিবির এসব চাল তার মালিকানাধীন গোডাউনে অবৈধভাবে মজুদ ও সংরক্ষণ করে রাখেন। পরে এ চাল বিভিন্ন হাট-বাজারে পাইকারি দামে বিক্রি করে এমন খবর পেয়ে র্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ২৫৫ বস্তা চাল জব্দ করে।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন বাংলানিউজকে জানান, ইউপি সদস্য বিউটির মেয়ের জামাতা সরকারি টিসিবির চালের ডিলার মনির হতদরিদ্রদের চাল আত্মসাৎ করতে ভুয়া ক্রেতার স্বাক্ষরযুক্ত রশিদ দেখায়। যেখানে জব্দ করা চাল বিক্রি দেখানো হয়েছে। কিন্তু মনিরের গোডাউনে অভিযান চালিয়ে ওই চাল জব্দ করা হয়। যা আত্মসাৎ করার উদ্দেশে মনির তার গোডাউনে মজুদ রেখে ছিল। মনিরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম বাংলানিউজকে বলেন, এ ধরনের ঘটনায় অভিযুক্তকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ১৩, ২০১৯
আরআইএস/