ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‘ছেলেকে গলা কেটে ও মা-মেয়েকে শ্বাসরোধে হত্যা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, মে ১৩, ২০১৯
‘ছেলেকে গলা কেটে ও মা-মেয়েকে শ্বাসরোধে হত্যা’ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢামেক হাসপাতালের ডা. সোহেল মাহমুদ। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর উত্তরখান ময়নারটেক এলাকার একটি বাসা থেকে উদ্ধার হওয়া তিন মরদেহের ময়নতদন্ত সম্পন্ন হয়েছে।

সোমবার (১৩ মে) দুপুর ২টা ৫০ মিনিটে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।

ডা. সোহেল মাহমুদ জানান, উত্তরখান থেকে আমরা তিনটি মরদেহ পেয়েছি।

মরদেহগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তকালে দেখা গেছে, ছেলের গলা কাটা ছিল এবং মা ও মেয়েকে শ্বাসরোধের চিহ্ন ছিল, সেজন্য বোঝা যাচ্ছে মা ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে ডা. সোহেল মাহমুদ জানান, তিন মরদেহের ভিসেরা সংগ্রহ করা হয়েছে। সেটির প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।

এর আগে রোববার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে ময়নারটেক এলাকার একটি বাসা থেকে মা জাহানার খাতুন মুক্তা (৪৭), ছেলে মুহিব হাসান রশি (২৮) এবং প্রতিবন্ধী মেয়ে তাসফিয়া সুলতানা মিমের (২০) মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও পাওয়া গেছে। পরে পুলিশ মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।