এ সময় সংসদ সদস্য শিমুল সরবরাহকারী কৃষকদের উদ্দেশে বলেন, গুণগতমান বজায় রেখে গুদামে খাদ্য সরবরাহ করতে হবে-যাতে করে এগুলো সংরক্ষণে মান অক্ষুন্ন থাকে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্ত্তোজা আলী বাবলু প্রমুখ।
নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, চলতি বছর ২৮ টাকা কেজি দরে দুই হাজার ৬৫৫ টন গম, ২৬ টাকা কেজি দরে দুই হাজার ১১৫ টন ধান, ৩৬ টাকা কেজি দরে ১৪ হাজার ২০৬ টন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজি দরে ৫৪০ টন আতব চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত গম এবং ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলবে।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ১৩ মে, ২০১৯
আরএ