ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নাচোলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩২, মে ১৩, ২০১৯
নাচোলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে অনন্ত মার্ডি (২৬) নামে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৩ মে) ভোরে ঘিওন রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।  মৃত অনন্ত মার্ডি নাচোল সদর ইউনিয়নের বেচন্দা গ্রামের বুধরাই মার্ডির ছেলে।

রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে খুলনা-রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি নেজামপুর স্টেশন পার হওয়ার পর ঘিওন রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।  

ঘটনার পর আমনুরা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করে। এদিকে মৃতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ১৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।