সোমবার (১৩ মে) সকালে উপজেলার দড়িসোম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুর রহিম মিয়া ঝালকাঠি সদর থানার গবিন্দডবাস এলাকার মৃত শুক্কুর মিয়ার ছেলে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নেছার উদ্দিন বাংলানিউজকে জানান, দড়িসোম এলাকায় অটল মিয়ার বাড়িতে পরিবারসহ বাসা ভাড়া থাকতো আব্দুর রহিম মিয়া।
সেখানে থেকে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন তিনি। সোমবার সকালে তার ছেলের গেঞ্জি টিনের চালে পড়ে যায়। একপর্যায়ে অ্যালুমিনিয়ামের পাইপ দিয়ে ওই গেঞ্জি তুলতে গিয়ে অসাবধানতায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার কিছু সময় পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মে ১৩, ২০১৯
আরএস/ওএইচ/