সোমবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে নান্নার ইউনিয়নের ধাইরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাজবংশী একই এলাকার মৃত প্রফুল্ল চন্দ্রের ছেলে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) চৌধুরী প্রমোজ বাংলানিউজকে বলেন, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এসআরএস