সোমবার (১৩ মে) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে বাড়বাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসরা ওহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে আরিচা থেকে রাজধানীর উদ্দেশে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বাড়বাড়িয়া এলাকায় অপর যাত্রীবাহী একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, দুর্ঘটনাকবলিত বাস দু’টি উদ্ধার করা হয়েছে। তবে এ দুর্ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এসআরএস