ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ধামরাইয়ে ২ বাসের সংঘর্ষে আহত ১৫

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, মে ১৩, ২০১৯
ধামরাইয়ে ২ বাসের সংঘর্ষে আহত ১৫ দুর্ঘটনাকবলিত বাস। ছবি: বাংলানিউজ

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। 

সোমবার (১৩ মে) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে বাড়বাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসরা ওহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে আরিচা থেকে রাজধানীর উদ্দেশে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বাড়বাড়িয়া এলাকায় অপর যাত্রীবাহী একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুই বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।  

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, দুর্ঘটনাকবলিত বাস দু’টি উদ্ধার করা হয়েছে। তবে এ দুর্ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।