সোমবার (১৩ মে) সকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের জফরপুর মোড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ভোরে জফরপুর মোড় এলাকায় রাস্তার পাশে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী কোনো নৈশকোচের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এসআরএস