লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস সোমবার (১৩ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, গত ১০ মে লিবিয়ার জোয়ারা উপকূল থেকে ৭০/৭৫ জনের একদল অভিবাসী সাগর পথে নৌকায় করে ইতালি যাত্রাকালে নৌকাটি তিউনিসিয়া উপকূলে ডুবে যায়।
বর্তমানে তাদের তিউনিসিয়ার জারজিস শহরে রাখা হয়েছে। অবশিষ্ট নিখোঁজ অভিবাসীদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন।
দূতাবাসের পক্ষ থেকে তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট, আইওএম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। দূতাবাসের একটি টিম ইতোমধ্যে জারজিস গেছে। স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধার হওয়াদের সঙ্গে আলাপ করে নিখোঁজ বাংলাদেশিদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ ও সব বাংলাদেশিকে দ্রুত দেশে পাঠাতে সর্বাত্মক ব্যবস্থা নেবে বলে জানিয়েছে দূতাবাস।
দূতাবাসের ওই টিমের সঙ্গে +২১৮৯১৬৯৯৪২০২ এবং +২১৮৯১৯৮৯৩০৭৫ নম্বরে (হোয়াটস অ্যাপ/ভাইবার/ইমো) যোগাযোগ করা যাবে।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, মে ১৩, ২০১৯
টিআর/এমএ