ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খুলনায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, মে ১৩, ২০১৯
খুলনায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

খুলনা: খুলনায় খলিলুর রহমান মোল্লা (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা।

সোমবার (১৩ মে) ভোরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রোববার (১২ মে) দিনগত রাত আড়াইটার দিকে জেলার দীঘলিয়া উপজেলার দেয়াড়া কলোনির বেড়িবাঁধে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করেন।

নিহত খলিলুর রহমান মোল্লা দীঘলিয়ার দেয়াড়া এলাকার বাসিন্দা।

দীঘলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, উপজেলার দেয়াড়া কলোনির বেড়িবাঁধ থেকে তিনি রোববার রাত আড়াইটার দিকে বাড়ি ফিরছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে সোমবার ভোরে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ হাসপাতালে ময়নাতদন্ত চলছে।

তিনি আরও জানান, কে বা কারা তাকে কুপিয়েছেন তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।