নিউমার্কেট ব্যবসায়ী সমিতির নেতারা জানান, বর্তমানে কেনাকাটার জন্য মাস দিন ঠিক না থাকলেও ঈদকে ঘিরে নতুন কাপড় কেনার রেওয়াজ আছে। যার কারণে সাপ্তাহিক ছুটির দিন মঙ্গলবারসহ প্রতিদিন আগের সময় অনুযায়ী মার্কেট খোলা থাকবে।
রোববার (১২ মে) সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঈদ উপলক্ষে এখনো বেচাবিক্রি জমে ওঠেনি। অধিকাংশ দোকানে তেমন কোনো ভিড় নেই।

সাইয়ান ফেব্রিক্স, আজিজ ক্লথ স্টোর, দিদার ফ্যাশন, রনি এন্টারপ্রাইজসহ বেশ কয়েকটি দোকানে দু’য়েকজন ক্রেতাকে দেখা গেছে।
ছেলের জন্য শার্ট পছন্দ করছিলেন মোজাম্মেল হক। জানতে চাইলে তিনি বাংলানিউজকে বলেন, আজকে অফিস একটু আগে শেষ হয়েছে। এজন্য মার্কেটে আসলাম। কিছু পছন্দ হলে নেবো। আগে ছেলের জন্য নিয়ে তারপর নিজের জন্য নেবেন বলে জানান।
অপরদিকে হাতে এখনো অনেক সময় থাকায় সর্বসাধারণরা মার্কেটমুখী হয়নি। নারীদের ভালো ওড়না, হিজাবের কালেকশন থাকা প্যারিস ক্লথ স্টোরের সবুজ হোসেন বাংলানিউজকে বলেন, এখনো তেমন বিক্রি শুরু হয়নি। সময় বাড়লে হয়তো বিক্রি বাড়বে।
ছেলেদের পাঞ্জাবির দোকান আটিপ কালেকশনে তুলনামূলক ক্রেতাদের দেখা গেছে। প্রতিষ্ঠানটির বিক্রয়কর্মী মুহাম্মদ মুহিন বাংলানিউজকে বলেন, আমাদের ভালো পাঞ্জাবির কালেকশন আছে। ৬০০ টাকা থেকে শুরু করে ২০০০ হাজার টাকার মধ্যে মোটামুটি ভালো পাঞ্জাবি রয়েছে। এর উপরেও ভালো মানের পাঞ্জাবি সংগ্রহ করা আছে। ঈদের আগে আরো নতুন ডিজাইনের কালেকশন আসবে।
বাচ্চাদের পোশাকের দোকান ভি-ওয়ার এর বিক্রয়কর্মী শহিদুল ইসলাম পলাশ বাংলানিউজকে বলেন, প্রথম রমজান থেকে শিশুদের কাপড় বিক্রি বেশি হয়। এরপর নারী-পুরুষদের পোশাক বিক্রি বাড়তে থাকে। কিন্তু এবার ভিন্ন। এখনো সেভাবে বেচাকেনা হচ্ছে না। ১০ রমজানের পর বিক্রি ভালো হবে বলে আশা করছি।
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এসকেবি/আরবি/