সোমবার (১৩ মে) সকালে ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে।
নিহতের নাম আনারুল ইসলাম।
এর আগে শনিবার (১১ মে) রাতে তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রামেকে হাসপাতালে ভর্তি করা হয়।
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, কে বা কারা আনারুলকে কুপিয়ে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
স্থানীয়রা জানিয়েছেন, আলীগঞ্জ উত্তর পাড়া এলাকার রাইস মিল ব্যবসায়ী আনারুল ইসলাম স্থানীয় মসজিদে তারাবির নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় কয়েক যুবক তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় তার অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়।
ওসি আরিফুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে চিকিৎসকরা আনারুলকে মৃত ঘোষণা করেন। এরপর পরই মরদেহটি পুলিশ হেফাজতে নেওয়া হয়। সোমবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা করেছেন বলেও জানান কাশিয়াডাঙ্গা থানার ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৩৪২ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এসএস/এসএইচ