রোববার (১২ মে) দিনগত রাতে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হন অন্তত আরও পাঁচজন।
তাদের পর্যায়ক্রমে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।
নিহত মামুন জেলার কলমাকান্দা উপজেলার কনারকান্দা গ্রামের বেনুয়া পাড়ার সাদেক আহমেদের ছেলে।
নেত্রকোণা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ রফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সিএনজিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে নেত্রকোণা শহরে আসছিলো। পরে সাকুয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার অন্য যাত্রীরা আহত হলেও যাত্রী মামুন ঘটনাস্থলেই নিহত হন।
বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এসএইচ