ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মহেশখালী থেকে আরও ১৪ মালয়েশিয়াগামী রোহিঙ্গা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০০, মে ১৩, ২০১৯
মহেশখালী থেকে আরও ১৪ মালয়েশিয়াগামী রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজার: সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় আরও ১৪ জনকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে আরও ১২ জনকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়। 

শনিবার গভীর রাত ও রোববার (১৩ মে) রাতে মহেশখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কক্সবাজারের মহেশখালীর হোয়ানক থেকে ১২জন রোহিঙ্গাকে উদ্ধার করে রোববার বিকেলে ক্যাম্পে ফেরত পাঠায়।

এদের মধ্যে ৫ জন নারী, ৫ পুরুষ ও দুই শিশু রয়েছে। এ সময় পাচার কাজে জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক কবির আহম্মদকে (৪৮) আটক করা হয়।

এর আগে শনিবার রাতে মহেশখালীর পানিরছড়া গ্রাম থেকে এসব রোহিঙ্গাদের উদ্ধার করা হয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে হোয়ানক ইউনিয়নের পানিরছড়া গ্রামের কবির আহমেদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে  ১২ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়। পরে এদের নামপরিচয় শনাক্তের পর রোববার বিকেলে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। এঘটনায় বাড়ির মালিক কবির আহমদকে গ্রেফতর করা হয়েছে।  

ওসি জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে এসব রোহিঙ্গাদের ওই বাড়িতে জমায়েত করে দালাল চক্র। পরবর্তীতে সুবিধাজনক সময়ে তাদের সাগরপথে মালয়েশিয়া পাচার করা হতো। পাচারের সঙ্গে কারা জড়িত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি প্রভাষ।

ওসি আরও জানান, রোববার রাত ১০টার দিকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের মহেশখালীর কালারমার ছড়া ইউনিয়নের আঁধার ঘোনা ও নোনাছড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ১৪ জন মালয়েশিয়াগামী রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৫৪ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এসবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।