আলোচিত ফেনীর সোনাগাজীর নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় বিকেলে এস এম জাহাঙ্গীর আলম সরকারকে পুলিশ সদর দফতরে প্রত্যাহার করা হলে কাজী মনিরুজ্জামান তার স্থলাভিষিক্ত হন। কাজী মনিরুজ্জামান র্যাব-৯ শ্রীমঙ্গল ক্রাইম প্রিহেনসিভ কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।
ঝিনাইদহের গোবিনাথপুরে ১৯৭৬ সালের ৩০ জুন কাজী মনিরুজ্জামান জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে হরিনাকুন্ড পিএনহাই স্কুল থেকে এসএসসি ও ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এমএসএস ডিগ্রি লাভ করেন।
পরবর্তীতে ২০০৬ সালে ২১ আগস্ট বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। বিসিএস ২৫তম ব্যাচের এ কর্মকর্তা জানান, জনগণের সেবায় তার ফোন ২৪ ঘণ্টা খোলা থাকবে। নিষ্ঠার সঙ্গে তিনি তার দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এসএইচডি/এসএইচ