ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‘আমাদের মৃত্যুর জন্য ভাগ্য ও আত্মীয়-স্বজন দায়ী’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২২, মে ১৩, ২০১৯
‘আমাদের মৃত্যুর জন্য ভাগ্য ও আত্মীয়-স্বজন দায়ী’

ঢাকা: রাজধানীর উত্তরখান ময়নারটেকের একটি বাসা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, অনন্ত দুই থেকে তিনদিন আগে তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ঘটনাস্থলে পাওয়া একটি চিরকুট কিছুটা রহস্যের জন্ম দিয়েছে। 

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রোববার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া যায়।

যাতে কয়েকটি লাইন লেখা ছিল। এর মধ্যে একটি লাইনে লিখা ‘আমাদের মৃত্যুর জন্য ভাগ্য ও আত্মীয় স্বজনদের অবহেলা দায়ী’। এজন্য পুলিশ ওই তিনজনের নিকটাত্মীয়দের খোঁজ-খবর নিচ্ছেন বলে জানা গেছে।

মৃতরা হলেন- মা জাহানার খাতুন মুক্তা (৪৭), ছেলে মুহিব হাসান রশ্মি (২৮) এবং প্রতিবন্ধী মেয়ে তাসফিয়া সুলতানা মিম (২০)। জাহানার খাতুনের স্বামী মৃত ইকবাল হোসেন, তিনি ২০১৬ সালে মারা যান। তাদের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলা জগন্নাথপুর গ্রামে।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, তিন মৃতদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে মোবাইল চাপা দেওয়া অবস্থায় একটি চিরকুট পাওয়া যায়। যাতে কয়েকটি লাইন লেখা ছিল। এর মধ্যে একটি লাইনে ছিল ‘আমাদের মৃত্যুর জন্য ভাগ্য ও আত্মীয় স্বজনদের অবহেলা দায়ী’। ওই চিরকুট নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে এটা কি তারাই লিখেছেন কিনা।

তিনি বলেন, রুমের ভেতর রান্নাঘরের দুয়ারের সামনে থেকে একটি বটি উদ্ধার করা হয়। সব বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। তবে আমরা জানতে পেরেছি তারা চলিত মাসের ৭ তারিখে এই একতলা বাড়িটি ভাড়া নিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মহত্যা। পুলিশ আরও তদন্ত করে দেখছে যে তিনজনের একজন দু’জনকে মেরে তিনি নিজেও আত্মহত্যা করেছেন কি না।

ওসি জানান, রাতে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা থানায় সংবাদ দেয়। পরে ঘরের দরজা ভেঙে পুলিশ তিনজনের মৃতদেহ উদ্ধার করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত তিনজনেরই নিকটাত্মীদের খোঁজ-খবর পাওয়া গেছে। তাদের বিষয়ে আরও তথ্য নেওয়া হচ্ছে।  

মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।